মিরপুরের এক কৃষককে কুপিয়ে জখম

0
127
Mirpur-dro-21-p-6

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শক্রতার জেরে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ধরে

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়। আহত কৃষক মিকরাইল হোসেন (৫৫) একই গ্রামের বাসিন্দা। নামের থানায় একটি মামলা দায়ের করেছে ঐ কৃষক।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কৃষক মিকরাইলের বাড়ীতে হামলা চালায়। এসময় বাড়ীতে থাকা মিকরাইলকে কুপিয়ে জখম করে। একই সাথে বসত বাড়ী ও রান্না ঘর ভাংচুর করে।

স্থানীয়রা আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিকরাইল হোসেন বলেন, আমি বাড়ীতে ছিলাম এমন সময় হামিদুল, এনামুল, আলতাফ, হাশেমের নেতৃত্বে বেশ কয়েকজন লোকজন এসে হাসুয়া, রড, দেশীয় অস্ত্র নিয়ে আমার উপরে হামলা চালায়। আমাকে কুপিয়ে জখম করে। এসময় আমার বাড়ীঘরও ভাংচুর করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনাটি শুনেছি বলে জানান।