স্টাফ রিপোর্টার
খোকসায় গত ২৪ ঘন্টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে আট জনকে আটক করেছে। এদের মধ্যে একজন জন ইউপি সদস্য রয়েছেন।
থানা পুলিশের হোয়াটস আ্যাপের বার্তার মাধ্যমে জানা গেছে, শনিবার দিনগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত খোকসা থানা পুলিশ উপজেলা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খোকসা থানার নিয়মিত মামলা ও বিশেষ ক্ষমতা আইনে এসব আসামিদের আটক করে।
আরও পড়ুন – পদ্মা নদীর চর দখল কেন্দ্র করে হামলায় নিহত ১
আটককৃতদের মধ্যে রয়েছেন, খোকসা পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ব্যারিষ্টার (৫৪), পিতা- মৃত শের আলী, খোকসা উপজেলা কৃষক লীগের সেক্রেটারী সামসুজ্জামান ওরফে দীন মেলেটারী (৬০), পিতা-মৃত মোজাহার আলী বিশ্বাস, জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন (৫২), পিতা- মৃত তেজারত আলী, খোকসা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আব্দুল খালেক (৫০), পিতা-মৃত মোজাহার আলী, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাইদুল ইসলাম বাবলু ওরফে তেল বাবলু (৫৪), পিতা- মৃত কালাম সরোয়ার, আমবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউছার প্রামানিক (৪০), পিতা- নবির উদ্দিন প্রামানিক, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (৬০), পিতা- মৃত কাজেম আলী, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য অলিউজ্জামান রহমান পিয়ার (৩৮), পিতা- মৃত আনিসুজ্জামান।