কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১২ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা.আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।
মতবিনিময় পর্বে ডা. আব্দুল আওয়াল সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা ছাত্রদল নেতাদের সঙ্গে শেয়ার করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কী; সেটাই দিতে এসেছেন কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন –কুমারখালীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্যাম্পাস গুলোতে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে কীভাবে শিক্ষার্থী বান্ধব ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার রাজনীতি করা যায়, সেই বিষয়েই সাধারণ শিক্ষার্থীদের চিন্তাভাবনাও শুনেছেন তারা।