কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর থেকে শীর্ষ সন্ত্রাসী আনিসুর রহমানকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শেখপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সেনা সদস্যরা।
সেনাবাহিনীর কুষ্টিয়া আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৌলতপুরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে আনিসুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক সন্ত্রাসীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী আনিসুর দৌলতপুর উপজেলার পিয়ারপুর শেখপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং থানা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ড্রাইভার।
আরও পড়ুন – আইজিপি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
এর আগে সেনা সদস্যরা গত ১৪ নভেম্বর রাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি নেতা জহুরুল করিম বিশ্বাসের ছেলে জিমি করিম ও ভাস্তে সোহাগসহ ৩ জনকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ আটক করে।