কুষ্টিয়ায় ভুয়া মেজর জেনারেল আটক

0
43

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার লক্ষীপুর বাজার থেকে সেনাবাহিনীর পোশাক ব্যাচ ও ওয়াকি টকি, খেলনা পিস্তলসহ এক ভুয়া মেজর জেনারেলকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে মেজর জেনারেলের ব্যাচধারী পোশাক ও ওয়াকিটকিসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তির নাম আমান। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – খোকসায় আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন বলেন, ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে ইবি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ব্যক্তির বিরুদ্ধে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।