অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান. ৬ লাখ টাকা জরিমান

0
43

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি ইট ভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমান ও একটি অবৈধ ইটভাটা আংশিক গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের শুরুতেই এ এস এম ইট ভাটায় অভিযানে গেলে ইট ভাটার মালিক ও শ্রমিকদের বাধার সম্মুখীন হন ভ্রাম্যমান আদালত। বাধার কারণে শেষ পর্যন্ত মাত্র চারটি ইটভাটার প্রত্যেককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এর আগে এএসএম ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাটি আংশিক গুড়িয়ে দেওয়া হয়। দিনব্যাপী অভিযান পরিচালনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে অভিযান শেষ করা হয়।

আরও পড়ুন – খোকসায় বিষপানে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন – ভেড়ামারায় শিক্ষা অফিসারের রুমে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় মোট ১৭০টি ইটভাটা রয়েছে যার মধ্যে মাত্র ১৫ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। তিনি আরো জানান, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রাখা হবে।