খোকসায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

0
54

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা সভা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

আরও পড়ুন – স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ ১৭ ডিসেম্বর

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, ওসি তদন্ত আব্দুল গফুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহুল কর, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা গ্রোগ্রামার বুলবুলি খাতুন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, এসো নিজেরা করি এনজিও ম্যানেজার এস এম এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, হুমায়ুন কবির, মোঃ সবুজ আলী প্রমুখ।

আরও পড়ুন – অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন টাইগার যুবারা

আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।