লাঠির শো ডাউন

0
108

খোকসা থানা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ ঘিরে সভাস্থল উতপ্ত হয়ে ওঠে। আনন্দ মিছিল পরিণত হয় লাঠি মিছিলে। পরে অবশ্য নেতারা বিক্ষুদ্ধ কর্মীদের শান্ত করেন। নেতাদের হস্তক্ষেপের পর এভাবে লাঠি জড়ো করা হয়। বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দ্রোহ পত্রিকার ক্যামেরায় আটক কিছু ছবি।