স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার প্রায় সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ শিক্ষা বর্ষে ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষায় অংশ গ্রহণ করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল। প্রায় সবকটি বিদ্যালয় যথা সময়ে ফল প্রকাশ করেছে। ১ জানুয়ারি সকালে ২০২৫ শিক্ষা বর্ষের নতুন বই উপজেলায় পৌছাবে। এ দিন কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই পৌচ্ছে দেওয়ার প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার সকালে খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিশুদের মধ্যে সমাপণী পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়। এদিন বিদ্যালয়টির শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৭৮১ জন ছাত্র-ছাত্রীদের হাতে এ অনুষ্ঠান থেকে পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।
আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী
ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর অপূর্ব লাল ভট্টাচার্য। অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী, অঞ্জনা রানী, মোঃ শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানরোজা কাদির।
আরও পড়ুন- পরীক্ষার ফল
সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুসাইন মোহম্মদ বেলাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় প্রান্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ জানুয়ারী সকালের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিশু শিক্ষঅর্থীদের হাতে হাতে বই পৌছে দেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে।