খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
122

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বিধাবিক্ত অংশ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে উপজেলা ছাত্রদলের ব্যানারে র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পোস্ট অফিসের সামনে পথসভা করে।

এ সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদল সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর ইসলাম রিয়াজ, পৌর ছাত্রদল আহবায়ক তানভীর সরীফ স্বাধীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকসা পৌর ছাত্রদল রাকিব মল্লিক, ছাত্রদলের সাবেক নেতা হাফিজুর রহমান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

আরও পড়ুন – মানবিক পুলিশ

বিকালে খোকসা পৌর মার্কেট চত্বর থেকে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে অপর একটি পক্ষ র‌্যালী ও আলোচনা সভা করেছে। এ আলোচনা সভাপতিত্ব করেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি রবিন রায়হান জসিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর-উজ-জামান মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান।

আরও পড়ুন – ১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রবিউল ইসলাম রাহুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন। বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রিপন হোসেন।