মাসুদ রেজা শিশির
পাংশায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে, দোয়া মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ. কে এম,শফিকুল মোরশেধ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উসমান গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাষ্টার, সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন বিশ^াস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।