খোকসায় সমাজসেবা দিবস পালিত

0
75

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে র‌্যালীটি শুরু করা হয়। উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে এখানে আলোচনা সভা ও প্রতিবন্ধিদের মধ্যে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রায়

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন – কুমারখালীতে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা