খোকসায় মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

0
152

স্টাফ রিপোর্টার

নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক ও মাদ্রাসার পাঠ্য বইয়ের চাহিদার সামান্য অংশও সরবরাহ হয়নি। যে বই পাওয়া গেছে তা দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কর্মকান্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মিলন খান, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।

স্কুল সূত্রে জানা গেছে, চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০৩৬ জন শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্য বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। ১ জানুয়ারি পর্যন্ত শুধু মাত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৬৫ সেট বাংলা ও ইংরেজি বই সরবরাহ করা হয়েছে। তা দিয়ে বই বিতরণ শুরু করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিকের ৭ম শ্রেনির ২টি বিষয়ের ৫৪৪০টি বই, দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ৩টি বিষয়ের ১৭২৫টি ও এফতেদায়ী মাদ্রাসার ৪ বিষয়ের ২৫২৯ টি বই তার গোডাউনে এসে পৌচ্ছায়। মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে কতসেট বইয়ের চাহিদা আছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – কুমারখালীতে ওয়াজ মাহফিল নেতৃত্বে নিয়ে হামলায় আহত ১

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চলতি ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক, দাখিল ও এফতেদায়ী দুটি শ্রেণির এক/দুটি বিষয়ের বই পাওয়া গেছে। সেই বই ইতোমধ্যে স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ২ জানুয়ারি তার কিছু বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম মাসের মধ্যে সব বই ছাত্রদের হাতে পৌচ্ছে দেওয়া যাবে।

আরও পড়ুন – খোকসায় সমাজসেবা দিবস পালিত

এই কর্মকর্তা আরও জানান, নতুন বছরের পাঠ্য বইয়ের জন্য অনলাইনে চাহিদা নেওয়া হয়। এ কারনে তার কাছে চাহিদা সংক্রান্ত তথ্য নেই। পরে জানাতে পারবেন।