খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

0
99

স্টাফ রিপোর্টার

খোকসা থানা ও পৌর বিএনপির পৃথক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। থানা বিএনপির আহবায়ক হয়েছে বীব মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও পৌর বিএনপির আহবায়ক করা হয়েছে এ জেড জি রশিদ রেজা বাজু।

রবিবার (৫ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ কমিটি দুটি অনুমোদন করেছেন। পরে রাতেই তা প্রকাশ করা হয়। গভী রাতেই দ্রোহ পত্রিকার হাতে কমিটি দুটির কপি পৌচ্ছায়। কমিটি দুটি ৩১ সদস্য বিশিষ্ট।

আরও পড়ুন – সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

খোকসা থানা বিএনপির সদস্য সচিব হয়েছেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিস-উজ্জ-জামান স্বপন। এ কমিটিকে সিনিয়র যুগ্ন আহবায়ক হয়েছেন নাফিজ আহমেদ খান রাজু আহমেদ। থানা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলীকে সিনিয়র সদস্য করা হয়েছে।

আরও পড়ুন – চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

পৌর বিএনপির সদস্য সচিব হয়েছেন এস এম মোস্তফা শরিফ। এ কমিটির যুগ্ন আহবায়ক হয়েছেন মোঃ এবিএম হাফিজুল কবির ফারুক।