শেষ শ্রদ্ধা নিবেদন

0
81

বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির মৃত্যুর খবরে অনেকেই শোকাহত হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২৭ ডিসেম্বর খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমবেত হন অসংখ্য শুভানুধ্যায়ী। রাষ্ট্রিয় সালামের পর শোকাহত সহযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, সমাজের সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্রোহের ক্যামের ধারন করা মরহুম হাবিবুর রহমানের জানাজার নামাজ ও শেষ শ্রদ্ধার কিছু ছবি। বিলম্বে প্রকাশের জন্য ব্যথিত।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান হবি মৃতুুবরণ করনে। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে খোকসা পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়।