মেহেরপুরে ইয়াবাসহ কারারক্ষি আটক

0
124
Meherpur-Attak-Dro-24-p-7
ফাইল ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক কারারক্ষি আটক করেছে।

আটককৃত আব্দুল আলীম মেহেরপুর কারাগারে কারারক্ষি হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল জেলা শহরের খন্দকার পাড়া থেকে তাকে আটক করে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী নির্দেশে খন্দকার পাড়ার ইয়াসিন আলীর বাড়ি থেকে ভাড়াটিয়া কারারক্ষি আব্দুল আলীমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান আব্দুল আলীম এর আগে নড়াইল কারাগারে কর্মরত থাকাকালীন সময়ে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলো।

আরও পড়ুন 

কুষ্টিয়ায় পলাতক যুবদল নেতা বিপ্লব আটক