দোলযাত্রা আর হোলি নয়। ছোট বড় সব উৎসবে গ্রামের মানুষ ভক্তি রাখে এই বট বৃক্ষের কাছে। তাই হোলির দিন সকালেই গেরুয়া পোশাকে শিশুরা এসেছে বটগাছটির কাছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে। শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসার ইচলাট বটতলা থেকে ছবিটি তোলা। গেরুয়া বসনের শিশুদের মধ্যে একজন আরাধ্য প্রামানিক,৭ম শ্রেণি। অপর জন অপর্ণা দাস ৫ম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন –
রং জলের হোলি
বসন্তের রঙ নিয়ে আসে দোলযাত্রা আর হোলি। পরিচিত ও প্রিয়জনদের রঙে রঙে রঙিন করে তোলার দিন। শিশুরাও মেতেছিল আবির আর কাঁদা জলে। শুক্রবার সকালেই খোকসা কালীবাড়ি মন্দির আঙ্গিনায় আবির আর কাদাজলের মেতে ওঠা শিশুরা।
আরু পড়ুন –