করোনার চিকিৎসায় ভুয়া কবিরাজ আটক

0
139
Pani-Dro-25-p-8-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসা দেবার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে আঞ্জুর ব্যাপারী নামে এক ভুয়া কবিরাজের বিরুদ্ধে।

আটক আঞ্জুর কবিরাজ গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মৃত ওমর উদ্দিনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসা করে আসছিলেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে করোনা রোগের চিকিৎসা জন্য বিভিন্ন গাছের ডাল ও পানি পড়া দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন আঞ্জুর কবিরাজ। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমন প্রতারনার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আঞ্জুর ব্যাপারী দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।