খোকসায় অবৈধ কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

0
46

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা অবৈধ কান্টে জাল ও চায়না দোয়ার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন গড়াই নদীতে অবৈধ কারেন্ট জাল আটকে অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগীতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব।

আরও পড়ুন – প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ধরণের কারেন্ট জাল দিয়ে গড়াই নদীতে দেশী প্রজাতের মাছ শিকারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে কয়েক ঘন্টা অভিযান চালিয়ে বেশ কয়েকটি চায়না দোয়ারিসহ বিভিন্ন ধরনের কারেন্ট জান আটক করা হয়। উদ্ধার করা মালিক বিহীন এ সব জাল নদীর তীরে জনসমুখ্যে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। পুড়িয়ে দেওয়া অবৈধ জালের বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আরও পড়ুন –  কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান