স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় উসাসের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের নিজের অফিস চত্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক কুষ্টিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক নাজমূল হক।
“আমার মুক্তি আলোয় আলোয়” শিরোনামের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, নাফিস আহমেদ খান রাজু , ঢাকাস্থ খোকসা সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার খান প্রমুখ।
আরও পড়ুন – বিস্ফোরণে জম্মু বিমানবন্দর কেঁপে উঠলো
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সাংস্কৃতিক সংস্থার সভাপতি রবিউল আলম বাবুল।
আরও পড়ুন – শিলাইদহে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংস্থান শিল্পীরা।