চাউল কিনতে লম্বা লাইনে অপেক্ষা

0
2

খেলা বাজারে সরকারী বরাদ্দের ৩০ টাকা কেজি দরের চাউল কিনতে নারী-পুরুষের ভিড় বাড়ছে। ইতোমধ্যে ডিলার ও বরাদ্দ কমিয়ে প্রতিদিন ২ জন ডিলারের মাধ্যমে মাত্র দুই মেট্রিক টন চাউল সরবরাহ করা হয়। সব্বোর্চ ৫ কেজি করে ৪শ জন পাওয়ার কথা। তাও আবার পৌর এলাকার দুই প্রান্তে চলে সপ্তাহে ৫ দিন। সরবরাহ কম থাকায় প্রতিদিন অনেকেই চাউল না পেয়ে খালি হাতে ফিরে যায়। রবিবার কুষ্টিয়ার খোকসা উপজেরা সদরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওএমএস এর দোকানে চাউল কিনতে নারী-পুরুষের লম্বা লাইন।

আরও পড়ুন – ছাত্রীর যৌন হয়রানি : অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

আরও পড়ুন – কুষ্টিয়ার তিন আওয়ামী লীগ নেতা কারাগারে