খোকসায় আওয়ামী লীগের তিন নেতা-কমী আটক

0
73

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্র লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানিক দল শিশুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর এলাকা থেকে শিমুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ কামাল শেখ (৫৫), পিতা- মৃত জালাল শেখ ও খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজু আহম্মেদ (৩৫), পিতা-মোঃ গিয়াস উদ্দিন কে আটক করে। উভয় আসামীর বাড়ি শিমুলিয়া গ্রামে। একই দল শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ নাসির উদ্দিন (৫২), পিতা- মৃত চতুর আলী বিশ্বাসকে আটক করে। আটক নাসিরের বাড়ি শিমুলিয়ার বসোয়া গ্রামে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আটক আওয়ামী লীগের নেতা-কর্মীদের খোকসা থানায় ২৪ মে দায়ের কৃত ১০ নম্বর মামলায় কোটে পাঠানো হয়।