খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

0
62

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটার সময় যাত্রীবাহী বাসটি ছিটকে ব্রিজের নিচে পানিতে পরে যায়। এক নারী যাত্রীর শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পূর্বদিকে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর এলাকার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দৌলদিয়া ঘাটে উদ্যেশ্যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী (রাজবাড়ী ব- ৬৮৩৫) নম্বর বাসটির সাথে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরিত মুখি ট্রাকের মুখো মুখি সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রন হারি ফেলরে বাসটি ব্রিজের নিচে ৮ ফুট গভীর পানিতে পরে যায়। স্থানীয়রা ও খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় প্রায় তি ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটির শিশু ও নারী পুরুষ মেলে ৩০ যাত্রীকে উদ্ধার করেন। আহত ২৫ যাত্রীর মধ্যে শিপ্রা রানি নামের মধ্যবয়সী এক যাত্রীর ডান হাত কিনই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনা স্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ওই নারীর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটি উদ্ধার করে। আহত যাত্রীদের মধ্যে ১৯ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিপ্রা রানিসহ গুরুতর আহত দুই যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাঁকী ৫/৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দার রেবেকা খাতুন জানান, দুঘটনা স্থান থেকে তিনি ১০ হাত দূরের ছিলেন। তিনি ও তার নাতি ট্রাকের তিন যাত্রী ও ক্যাবেনি আটকা পরা তিনজনকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠান। কুষ্টিয়া গামী (খুলনা মেট্রো ড- ১১ ০১৮০) নম্বর ট্রাকটি খুব গতিকে আসছিল। তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নিচে পানিতে পরে।

খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান, স্থানীয়দের সহয়তায় ৩০ জন আটকে পড়া বাস যাত্রীকে তারা উদ্ধার করেছেন। এদের মধ্যে তিন শিশু ও নারীসহ ২৫জন বাস যাত্রীই আহত। তবে শিপ্রা নামের মধ্যবয়সী এক নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা হাতটি উদ্ধার করে আহত যাত্রীর এ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন।

ঘটনা স্থল থেকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই আবু কালাম নিশ্চিত করেন উদ্ধার করা বাসটির মধ্যে কোন মৃতদেহ পাওয়া যায়নি। দুঘটনায় আহতদের সবাই সুস্থ্য আছেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এঘটনায় নিহত হওযার খবর পাওয়া যায়নি। তবে অন্তত ৩১ জন বাসযাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা খাদে পড়া বাসটি উদ্ধার কাজ করছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগ বলেন, সকালে সড়ক দূঘটনায় আহতদের মধ্যে হাত হারানো শিপ্রা রানি নামের এক নারী যাত্রীসহ দুই জনকে রেফার্ড করা হয়েছে। বাঁকীদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক অফিসার ডা. হোসেন ইমাম বলেন, দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনের ডান হাত কাটা পড়েছে, অপর একজনের মাথায় আঘাত পেয়ে। তবে তারা এখন পর্যন্ত আশংকামুক্ত বলে জানান তিনি।