ট্রাক শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

0
36

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। বুধবার (১১ জুন) বেলা আড়াইটার দিকে বটতৈল তারা এ অবরোধ করেন।

এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক ও বাইপাস সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। পরে বিকাল চারটার দিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমাধানের আশ্বাসে সড়ক ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ঘোড়াঘাট এলাকায় ট্রাক টার্মিনালে ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।

আহতরা হলেন কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় মাহাতাপ শেখের ছেলে খোয়াজ শেখ, চর মিলপাড়া এলাকার বিষু প্রামাণিকের ছেলে শহিদুল প্রামাণিক, উত্তর মিলপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে শাবু। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা বলেন, ৫ আগস্টের পর থেকে শক্তিশালী রাজনৈতিক দলের একটি গ্রæপ বড়বাজার টার্মিনালের জায়গা দখল করে দোকান নির্মাণ ও চাঁদাবাজির পাঁয়তারা করে আসছে। এসবের প্রতিবাদ করার কারণে তারা আমাদের মারপিট করে গুরুতর আহত করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে আমাদের টার্মিনাল চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে।

এদিকে ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে স্থানীয়রা পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি- কুষ্টিয়া শহরের ঘোড়াঘাট এলাকায় মদপান করে এক নারীকে উত্ত্যক্ত করে ট্রাক চালক ও শ্রমিকরা। এতে ক্ষিপ্ত হয়ে তিন শ্রমিককে গণধোলায় দিয়েছে এলাকাবাসি। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। উত্ত্যক্তের প্রতিবাদ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বলেন, আমরা কোন নারীকে উত্ত্যক্ত করিনি। আমরা মদ পান বা মাতলামিও করিনি। যারা এসব অভিযোগ করছেন, তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বড়বাজার ঘোড়াইঘাট এলাকায় মাসুদ রুমি কলেজের সামনে আমাদের টার্মিনাল। দীর্ঘদিন ধরে সেখানে ট্রাক সহবিভিন্ন গাড়ি রাখা হয়। হঠাৎ করে ওই জায়গা দখল করে দোকান নির্মাণ করার পাঁয়তারা চালাচ্ছে একটি চক্র। তারা আমাদের কাছে চাঁদাও দাবি করেছে। তারা গায়ের জোরে দখলবাজি ও চাঁদাবাজির চেষ্টা করে আসছে। ট্রাক চালক ও শ্রমিকরা এর প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে মারপিট করে আহত করা হয়েছে। তিনজন ট্রাকচালক হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসেন। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আরজুল ইসলাম তারেক বলেন, একটি প্রভাবশালী মহল ৫ আগস্টের পর থেকে আমাদের টার্মিনালের জায়গা দখলের পায়তারা করছে। টার্মিনালের জায়গায় দোকান নির্মাণের চেষ্টা করছে। এছাড়াও তারা টার্মিনালে চাঁদাবাজির চেষ্টাও করে আসছে। এসবের প্রতিবাদ করায় আমাদের ট্রাক চালক ও শ্রমিকদের মারপিট করেছে তারা। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছিলাম। আশ্বাস পেয়ে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

আরও পড়ুন – চোর আখ্যা দিয়ে নারীর চুল কেটে নির্যাতন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ট্রাক চালকদের মারপিটের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। পরে শ্রমিকদের সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।