মাগুরায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত

0
124
coronavirus-Dro-18-p-12-compressed

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নতুন করে আরও ১৯ জনের শরীরে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৪৬ জন।

রবিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেন, রবিবার নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন মহম্মদপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের নাজিরসহ সিভিল সার্জনের গাড়ির চালক।

আরও পড়ুন দেশে একদিনে ১৯ হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৮০৯ জন

এছাড়াও রয়েছে সদর উপজেলার ১১ জন, শ্রীপুর ৩ জন, মহম্মদপুরে ৪ জন ও শালিখা উপজেলায় ১ জন। এ অব্দি সুস্থ হয়েছে ৪৬ জন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় করোনায় ৩ জন মারা গেছে।