ধর্ষণের শিকার শিশুর পরিবার পেলো তারেক রহমানের সহায়তা

0
35
ধর্ষীতার বাড়িতে সহায়তা নিয়ে যাওয়া বিএনপির নেতারা।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের জোতপাড়া গ্রামে ধর্ষণের শিকার পাঁচ বছরের সেই শিশুটির পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

শনিবার জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য বিএনপির সদস্য প্রবাসী জাহিদুল ইসলামের তত্ত¡াবধানে স্থানীয় বিএনপি নেতারা নগদ অর্থ ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন। এসময় জাহিদুল ইসলাম অসহায় পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেন।

তিনি গণমাধ্যমকর্মীদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গণমাধ্যম সূত্রে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপরেই তিনি ভুক্তভোগী শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশ দেন।

তাৎক্ষণিক আমি স্থানীয় বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করি। তারা আজ শিশুটির বাড়ীতে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া আইনিসহ যেকোন প্রয়োজনে আমরা পরিবারটির পাশে রয়েছি।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিশ্বাস,পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান লিটন, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য আব্দুল খালেক, সদর উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ জুন সকাল ৯টার দিকে বিশারত আলী বিশা (৬০) নামে এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার করতে সালিস বৈঠক করেন গ্রামের মাতব্বরেরা। সালিস বৈঠকে ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় মেরে অভিযোগের মীমাংসা করা হয়। এর পরদিন শিশু মেয়েটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পান চিকিৎসক।

স্থানীয়রা বলেন, লম্পট বিশার কঠিন শাস্তি হওয়া উচিত। এর সাজা দেখে আর যেন কেউ এমন কাজ করতে সাহস না পায়। তারা বলেন, যদি আইনের ফাঁক দিয়ে বিশার মত লম্পট ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের এলাকার শিশুরা সব সময় ভয় ও আতঙ্কের মধ্যেই থাকবে।

আরও পড়ুন – শরীয়তপুরের ডিসি নারী কেলেঙ্কারীর দায়ে ওএসডি

এ সময় শিশুটির মা বলেন, তারেক রহমান আমাদের মত অসহায় গরীবের পাশে দাঁড়াবেন এটা কল্পনাও করি নাই। তার আশ্বাস ও সহযোগিতায় আমরা সাহস পেলাম। তিনি আরও বলেন, আমরা আশা করি তারেক রহমান আমাদের পাশে থেকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবেন।