স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে “দুর্নীতি প্রতিরোধ” বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের যুক্তি-তর্ক আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিতর্ক প্রতিযোগিতায় ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দল বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোঃ সাইদুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোএসন প্রমুখ।
আরও পড়ুন – খোকসায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আটক
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীণ।