স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় একটি বেসরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থ্যার সমৃদ্ধ কর্মসূচির আওতার শিক্ষা সহায়ক কর্মসূচীর আয়োজনে এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: সাবিনা খাতুন, ইউপি সদস্য মো: ইসলাম সরদার, রাজ স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, রুনা খান প্রমুখ।
আরও পড়ুন – শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন
সমৃদ্ধ কর্মসূচির প্রধান সমন্বয়কারীর মোছা: জেবুনেচ্ছা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলী হায়দার।