কুষ্টিয়া প্রতিনিধি
মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রদল নেতা ও তার বাহিনীর হামলায় জাসদ কর্মী জমির উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। হামলাকারী দায়ে অভিযুক্ত ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
সোমবার দুপুরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহ এর সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দন মারা যান। নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক ছাত্রদলের কয়েকজনের সাথে নিয়ে জমির উদ্দিন নামের ওই জাসদ কর্মীর উপরে হামলা চালায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, দেড় বছর আগে জমির উদ্দিনের নেতৃত্বে অনিকের উপরে হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়। ওই হামলার বদলা নিতেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা করছেন।
আরও পড়ুন – ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।