ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

0
33

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান এর সভাপতিত্বে এ বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোফাজ্জল হোসেন পলাশ, প্রধান শিক্ষক খসরুল আলম, সহকারী প্রধান শিক্ষক আশাদুল কবির, ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিয়ার রহমান ফারাজী, প্রাক্তন শিক্ষক বজলুর রহমান, আলহাজ্ব হায়দার আলী জোয়ার্দার, ডা: ফজলুর রহমান, ডা: বোরাক হোসোন, আব্দুল লতিফ ও আশানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

বৃক্ষ রোপণ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, সদস্য মাহবুবুর রহমান ও আশরাফুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।