কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।
কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ও তার কর্মী সমর্থকসহ কয়েক শত নারী পুরুষ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘিরে প্রবেশ পথের সামনে অবস্থান নেন দলটির কয়েকশ নেতা-কর্মী। এ সময় বেশ কয়েকজন কাফনের কাপড় পরিধান করে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় শুয়ে পড়েন।
বিক্ষোভরতরা কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নানা ¯েøাগান দেন। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, অবৈধ নির্বাচন মানি না, মানব নাসহ নানা ¯েøাগানে মুখরিত করে তোলেন চারপাশ। এ সময় বক্তব্যে ভোট কারচুপির জন্য জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দায়ী করেন তারা।
কর্মসূচির বিষয়ে কাজল মাজমাদার বলেন, বিএনপির নেতৃবৃন্দকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সমস্যার সমাধান না করলে আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
আরও পড়ুন – মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত
প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক এবং প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে প্রথমে দুই সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়ায় কমিটি ঘোষনার পরের দিন থেকেই কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে দলটির পদ বঞ্চিত নেতা-কর্মীদের একটি অংশ। সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত পৌর বিএনপির নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে।