ঝিনাইদহের মরিচ গাছে মড়ক দেখা দিয়েছে

0
36

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে টানা বৃষ্টিতে মরিচ গাছের মড়ক দেখা দেওয়ায় চাষীরা ব্যাপক ক্ষতি শিকার হয়েছেন। জমিতে জমে থাকা পানি নামতে শুরু করার সাথে সাথে মরিচ গাছ মারা যেতে শুরু করেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসূমে জেলায় ১৮৩২ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় দেড়শো হেক্টর জমিতে অতিরিক্ত আবাহ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৭,৭৯৫ মেট্রিক টন। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সদর উপজেলার চান্দেরপোল গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন, ‘১৫ শতক জমিতে মরিচ চাষ করেছি। এর মধ্যে প্রায় ৫ শতকে গাছ বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলার সদর উপজেলায় সব থেকে বেশি জমিতে মরিচের আবাদ হয়। এ বছরও সদর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০৬৪ মেট্রিক টন। হরিণাকুন্ডু উপজেলাতে এ বছর আবাদ হয়েছে ৪১৫ হেক্টর জমিতে। এ উপজেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১২২ মেট্রিক টন। এছাড়া শৈলকুপায় আবাদ হয়েছে ১৬৫ হেক্টর, কালীগঞ্জে ১২২ হেক্টর, কোটচাঁদপুরে ২৯ হেক্টর ও মহেশপুরে ২৯০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলা ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মরিচ ক্ষেতে মরিচ গাছ মারা যাচ্ছে।

আরও পড়ুন – ভেড়ামারায় মেয়ে হত্যার অভিযোগ বাবার আটক

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘এই মৌসুমে বৃষ্টিপাত সাধারণত বেশি হয়। ঝিনাইদহ উঁচু অঞ্চল হওয়ায় এখানে পানি জমে থাকার ঘটনা বিরল, তবে এবার অনেক জায়গায় জমিতে পানি জমেছে এবং পরে অতিরিক্ত রোদের কারণে মরিচ গাছ মরে যাচ্ছে। গাছ রক্ষায় ছত্রাকনাশক স্প্রে ও বৃষ্টির সময় জমিতে হাঁটাচলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।