প্রেস বিজ্ঞপ্তি
কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ মাছউদ রুমীর ৩০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ১৯ আগস্ট সন্ধ্যায় কুমারখালী বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক দলীয় সংসদ সদস্যের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের তত্বাবধায়নে উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।
প্রসঙ্গত: সৈয়দ মাসউদ রুমী ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুষ্টিয়া -৪, খোকসা কুমারখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন – সাবেক এমপি শফিকুল ইসলাম অপু রিমান্ডে
সৈয়দ মাছউদ রুমি জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং ডিডিসির চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন – খোকসা সরকারী কলেজের অধ্যক্ষের যোগাদান