রাস্তায় প্রভাবশালীর দেওয়াল গুড়িয়ে দিলো প্রশাসন

0
50

কুষ্টিয়া প্রতিনিধি

২৫ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করতে কুমারখালী বাটিকামারায় সড়ক বিভাগের জমিতে ইটের দেয়াল তোলেন এলাকার প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা ও তার অনুগতরা। ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, হাট বাজার গামী ও শ্রমজীবীরা বাড়ি থেকে বেড়োনো নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। অবশেষে প্রশাসন সে দেওয়ার গুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে জনভোগান্তি লাঘবে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দেয়ালের আংশিক।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে উপজেলা সদরের বাটিকামাড়ায় শিপলু তেল পাম্প। প্রায় দুই যুগ ঘরে এলাকায় বসবাস করে ২৫টি পরিবার। গড়ে উঠেছে জীবন রক্ষাকারী ওষুধের দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান। হঠাৎ করেই মঙ্গলবার প্রভাবশালীরা এই মহল্লার মানুষের চলাচলের একমাত্র রাস্তা ঘিরে ইটের দেওয়াল তোলে। বালি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তার একাংশ। অনেকটা ঘরবন্ধি হয়ে পরে শিশু ও নারীসহ শতাধিক মানুষ। এক পর্যায়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। ভেঙ্গে দেওয়া হয় অবৈধ দেওয়াল।

স্থানীয় বাসিন্দার শিপলু পোল্ট্রি ফিড ও ফার্মেসীর মালিক মো. বাবুল হোসেন বলেন, ‘আমার জমির উপর দিয়ে এলাকার মানুষের চলাচলের রাস্তা। দীর্ঘদিন ধরে এই পাড়ার বসবাসকারীরা এই রাস্কায় চলাচল করেন। মানুষের জীবন রক্ষাকারী ওষুধের দোকানসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিশ্বাস, রেজাউল, জিয়া উর সহ বেশ কয়েকজন ভূমিখেকো এসে রাস্তা বন্ধ করে প্রাচীর দিয়েছে। বাঁকী জমিতে বালু ফেলে চলাচলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এতে সকলেই চরম ভোগান্তিতে পড়েছি।

এক নারী বলেন, একটাই রাস্তা। সেটিও কয়েকদিন ধরে প্রভাবশালীরা দেওয়াল দিয়ে দখল করে নিয়েছে। বাড়ি থেকে বেড় হওয়ার উপায় নেই। তিনি দ্রæত দেওয়াল ভাঙার দাবি জানান।

তমাল আক্তার পিয়াস বলেন, প্রায় দুই শতকের বেশি জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী আদেশ জারি করেছে। আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালীরা সেই জমি দখলের পায়তারা করছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ। সালিসে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। তবে জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।

আরও পড়ুন – আদালতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

দুপুরে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের চলাচলের পথে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ইটের দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বালুর স্তুপ অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা