খোকসার সন্ত্রাসী কালুকে আটক করেছে পুলিশ

0
37

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে জামিনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ১০ মামলার আসামি কথিত সন্ত্রাসী আবুল কালাম ওরফে কালু (৫৫) কে গ্রেফতার করেছে। তিনি একটি রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের নেতা।

পুলিশের হোয়াটর্স অ্যাপ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে বেতবড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ ওরফে কালুকে আটক করা হয়। কালু খোকসা থানায় ২২ জুন দায়ের কৃত ৪ নম্বর মামলার এজাহার ভুক্ত আসামি। গ্রেফতারকৃত কালুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কথিত সন্ত্রাসী মোঃ আবুল কালাম ওরফে কালু (৫৫) বনগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

আরও পড়ুন – থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেন

থানা পুলিশ জানায়, আটক আবুল কালাম ওরফে কালু পাবনার বেড়া থানার একটি চাঁদাবাজি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে জামিনে ছিলো। এছাড়া তার বিরুদ্ধে দুইটি বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন এবং মারামারি সহ মোট ১০টি মামলা রয়েছে। সে একটি রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যােয়ের নেতা ছিলো।

আরও পড়ুন –  ঝিনাইদহে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প