কাগজের ফুল

0
25

নিজের হাতে তৈরী করা রঙিন প্লাষ্টিকের কাগজের ফুল বিক্রি করেন আব্দুর রহিম সরদার। এই ফুল শিশুদের হাতে তুলে দিয়ে আনন্দ পান তিনি। মেলার মৌসুম এলেই তিনি বেড়িয়ে পরেন ফুল তৈরীর সরমজান আর ঝাপি নিয়ে। বুধবার বিকালে কুৃষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।