কুমারখালীতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

0
176
কুমারখালীতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর- বুজরুক বাঁখই সড়ক এলাকায় ফলদ ও বনজ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক মুন্সী ইকবাল, জেলা কৃষক লীগের সদস্য কফিল উদ্দিন সেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেফুল করিম, মুন্সী রাব্বি প্রমূখ।

আরও দেখুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

কৃষক লীগের সাধারন সম্পাদক মুন্সী ইকবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা উপজেলার ১১টি ইউনিয়নের প্রধান প্রধান সড়কে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছি।

ইতোমধ্যেই নন্দলালপুর ইউনিয়নের কিছু কিছু এলাকায় ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে।