শেষ বিকালে গন্তব্যের টানে ছুটেছেন সবাই। ট্রেনটি ছেড়ে যাবে। মূহুত্যের তর সইছে না। শিশুটিকে হাত ধরে নামানোর চেষ্টা করছেন মা । তার শূন্যস্থান পূবণে ভিড় ঠেলে ট্রেনে উঠতে চেষ্টা করছেন বৃদ্ধ। শনিবার বিকালে ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যার মুহুত্যে কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশন থেকে ছবিটি তোলা।
