কুষ্টিয়া প্রতিনিধি
সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ নবম গ্রেডসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক কমনরুমে দুপুর সাড়ে ১২টায় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান।
এ সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক ও কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুন্সী কামরুজ্জামান, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীনা বেগম, কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোল্লা মোঃ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম ও ও সহকারী শিক্ষক তৈমুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহবুবা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ দফা দাবি হলো – স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ দেয়া।