খোকসায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত

0
18

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পশ্চিম রেলের পোড়াদহ-রাজবাড়ী রেল রুটের খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সোনাই মোল্লা (৩২)। তিনি একই গ্রামের মৃত আত্তাব মোল্লার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মাগরিবের নামজ শেষে সোনাই মোল্লা মোটর সাইকেল চালিয়ে খোকসা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গ্রামের মধ্যে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে টুঙ্গিপাড়া গামী আন্তঃগর ট্রেনের ইঞ্জিনের সামনে ধাক্কা লাগে। ট্রেনটি মোটর সাইকেলসহ আরহী সোনাই প্রায় ১০০ গজ টেনে হিচরে নিয়ে যায়। পরে ট্রেনে থেকে মোটরসাইকে ও আরহী রেল লাইনের পাশে ছিটকে পরে। এ খবর ছড়িয়ে পরলে কয়েক হাজার নারী পুরুষ রেল ক্রসিংএ জমায়েত হয়। এ রিপোট লেখা পর্যন্ত ঘটনা স্থলেই মরদেহ ছিলো। গ্রামবাসী অরক্ষিত রেল ক্রসিংএ গেটের দাবি তুলে রেল লাইনের উপর অবস্থান নেয়।

নিহত সোনাই মোল্লার চাচাতো ভাই হাসেন আলী মোল্লা জানান, সোনাই বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে আবার দোকানে যাচ্ছিলো। নিহতের ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া তার স্ত্রী তাসমিয়া খাতুন অনু গর্ভবতী।

উপজেলা কৃষকদলের সভাপতি রফিক মন্ডল জানান, ধুসুন্ডায় রেলওয়ের অরক্ষিত রেল ক্রসিংএ গেটের জন্য অনেক আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া প্রায় দিনই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। প্রাণহানীর মত ঘটনা দ্বিতীয় বার ঘটলো। গ্রামবাসী এক হয়ে গেটের দাবি তুলেছে।

পোড়াদহ রেলওয়ে থানার এস আই নূরুল ইসলাম বলেন, তিনি ঘটনা স্থলেই রয়েছেন। মৃতদেহের সুরোতহাল রিপোট তৈরী করছেন। পরবর্তী আদেশ পেলে সেই মাফিক ব্যবস্থা নেওয়া হবে।