খোকসায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেছে

0
11

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার খোকসা উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষক কর্মচারীরা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক রিয়াজ উদ্দিন, সৈয়দ আবু ওবায়দুল্লাহ, মারুফ হোসেন, সাইফুদ্দিন মজনু, সাইফুর রহমান (আল আমিন), আব্দুল কুদ্দুস, মাহফুজা সুলতানা (শান্তি), আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল বাশার সিদ্দিকী।

পরে তার শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রদীপ্ত রায় দীপনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান করেন।