তাল বীজের শাঁস

0
20

হেমন্তের শুরুতেই তালের ফেলে দেওয়া বীজের শাঁস হয়। শিশুরা লোভনীয় স্বাদের শাঁস খাবে। তাই গ্রামের পাকা রাস্তার ইটের এজিং এর উপর রেখে শক্ত তাল বীজ কেটে শাঁস বেড় করেছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রাম থেকে ছবিটি তোলা।