কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদীতে খেলতে গিয়ে আরিয়ান নামে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কৃষক আমানুল্লাহ বিশ্বাসের ছেলে। তাকে উদ্ধারে রবিবার সকাল ৮টা থেকে নদীতে অভিযান শুরু করেছেন রাজশাহী বিভাগের ৬ সদস্যের একটি ডুবুরি দল। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মানদীর কোল থেকে প্রায় ৫০০ গজ দুরে চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রাম। সেখানে কৃষক আমানুল্লাহ বিশ্বাসের বসবাস। শনিবার সকালে তিনি পদ্মানদীর কোল পাড়ি দিয়ে জমিতে চাষাবাদ করতে যান। সেসময় শিশু আরিয়ান তার সঙ্গে যাওয়ার জন্য বায়না শুরু করে। সেসময় স্বজনরা তাকে বাড়িতে ধরে রাখেন এবং বাবা জমিতে চলে যান। পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। আনুমানিক দুপুর দুইটার দিকে আরিয়ানের কোথাও সন্ধান না পেয়ে নদীতে খোঁজাখুঁজি করা হয়। পরে পাবনার ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডুবুরি দলকে খবর দেন তারা। আর রবিবার সকাল আটটায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।
দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আরিয়ানের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে পদ্মানদীর কোল। কোলের পাড়ে উৎসুক জনতা ও স্বজনদের ভিড়। নদীতে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ সময় আরিয়ানের দাদা বাদশা বিশ্বাস বলেন, সকালে ছেলে কোলের ওপারে জমিচাষে গেছে। তখন নাতি ছেলে যাওয়ার জন্য কান্না শুরু করে। সেসময় তাকে বুঝিয়ে থামানো হয়। কিছুক্ষণ পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। এরপর দুইটার দিক থেকে তাকে আর পাওয়া যায়নি। তার ভাষ্য, আরিয়ান প্রায়ই নদীর ধারে খেলত। হয়তো খেলতে এসে নদীতে ডুবে গেছে।
স্থানীয় বাসিন্দা রওশন মালিথা বলেন, দুপুর একটার দিকে নদীপাড়ে আরিয়ানকে খেলতে দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। পরে শুনলাম ওকে আর পাওয়া যাচ্ছেনা। তার ভাষ্য, আরিয়ান হতো ফের নদীধারে খেলতে এসে পানিকে পড়ে গেছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ৬ সদস্যের দল নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নদীতে স্রোতও আছে। এখন পর্যন্ত সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত আছে।
বিকাল পৌনে তিনটার দিকে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ ফোনে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও আরিয়ানকে পাওয়া যায়নি।