বালুরঘাট দুর্বৃত্তদের হামলর অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

0
12

‎কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারাকৃত বালুরঘাট আগ্নেয়াস্ত্রসহ হামলা ও লুটপাটের অভিযোগের উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

‎আহতরা হলেন- লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন ( পায়ে গুলিবিদ্ধ), ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্তু।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীতে ড্রেজিংকৃত তোলা বালুর ইজারা পাই স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই বালু তুলছেন ঠিকাদারের লোকজন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০ -১২ জন হামলা চালিয়ে লুটপাট করে দ্রæত চলে যায়।

শনিবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, রাত ৩টার দিকে গুলি করতে করতে ১০ – ১২ দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করা হবে।

‎কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।