দূরন্ত শৈশব

0
10

দূরন্ত শিশুরা দল বেঁধে শাপলা কুরিয়ে ঘরে ফিরছে। তাদের (শিশুদের সবার) মুখে শাপলার হাঁসি লেগে আছে। পদ্মা নদীর আমবাড়িয়া – জগন্নাথপুর কোলে জন্মেছে নানা প্রজাতের শাপলা সহ জলজ উদ্ভিদ। খোকসার আমবাড়িয়া ইউনিয়নের আট গাছিয়া পাড়ার কোল থেকে শনিবার দুপুরে ছবিটি তোলা।