Home breaking news ইবতে প্রকাশ্যে এলো ইবি ছাত্রী সংস্থা

ইবতে প্রকাশ্যে এলো ইবি ছাত্রী সংস্থা

0
16

ইবি প্রতিনিধি

দুই দিনব্যাপী ‘মেহেদি উৎসব’ আয়োজনের মাধ্য দিয়ে প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

জানা গেছে, বটতলার পাশেই সুসজ্জিত ছাউনি টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়। এর মধ্যে একটি বুথ সংগঠন বিষয়ে বিস্তারিত জানানোর জন্য, বাকিগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদি দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উৎসবে আমন্ত্রণ জানিয়ে টাঙানো হয়েছে বিভিন্ন ব্যানার।

মেহেদি উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে লাইনে দাঁড়িয়েও মেহেদি নিচ্ছেন।

সংগঠনটির শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসেবে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়েছে। আমরা এই উৎসবের মাধ্যমে ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।’