স্টাফ রিপোর্টার
ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ জামায়াত নেতা সাইদুল ইসলামের সন্ধ্যান পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখোঁজ জামায়াত নেতার সন্ধ্যানের বিষয়টি নিশ্চিত করেন। ২০ অক্টোবর ভোরে তিনি নিখোঁজ হন। তিনি জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জিডি সূত্র জানা গেছে, ১৯ অক্টোবর রাতে জয়পুরহাটে একটি ওয়াজ মাহফিল শেষে জামায়াত নেতা সাইদুল ইসলাম ট্রেনে খোকসায় তার নিজ বাড়ি উত্তর শ্যামপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। ২০ তারিখ ভোর ৫টা পর্যন্ত স্ত্রী সাদিয়া ইসলামের সাথে ফোনে যোগাযোগ ছিল। তিনি পোড়াদহ স্টেশনে ট্রেন থেকে নেমেছেন বলে স্ত্রী কে জানান। এর পর তার মুঠোফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খোজা খুজির এক পর্যায়ে ওই জামায়াত নেতার ভাগিনা রফিকুল ইমলাম খোকসা থানায় জিডি করেন। যার নম্বর ৮১২, তারিখ ২০ অক্টোবর ২৫ ইং।
নিখোঁজ জামায়াত নেতার সন্ধ্যানের দাবিতে মঙ্গলবার দুপুরে পরিবার ও দলের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সদরে একটি সংবাদ সম্মেলন করা হয়।
মঙ্গলবার রাতে ওই জামায়াত নেতার সন্ধান পেয়েছে পরিবার। তারা জানান, সাইদুল ইসলাম অজ্ঞান পাটির খপ্পরে পরেছিলেন। তারা তাকে নিলফামারীতে নিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা জামায়াত নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন।
জামায়াত নেতা সাইদুল ইসলামের নিখোঁজের বিষয় থানায় জিডি করেছিলেন তার ভাগিনা রফিকুল ইসলাম। তার সাথে কথা বলার জন্য অনেক বার তার মুঠো ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেন নি।
খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মঈনুল ইসলাম ওই জামায়াত নেতার খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতেই ওই নেতার পরিবার ও জিডিতে স্বাক্ষর করা ভাগিনা তাকে বিষয়ে অবহৃত করেছেন। রাতেই নিলফামারীর জামায়ত নেতারা সাইদুল ইসলামকে নিয়ে যাত্রা করবেন।