স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিন উপজেলা ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার। এ টুর্নামেন্টে ৮টি জেলা ও উপজেলা দল অংশ নেবে।
এ বিকাল ৩ টায় খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা জেলা একাদশ ও সিংগাপুর ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা অংশ গ্রহন করবে।
টুনামেন্টের অন্যদল গুলোর মধ্যে থাকছে কুষ্টিয়া জেলা একাদশ, ভেড়ামারা উপজেলা একাদশ, কুমারখালী ফুটবল একাদশ, পাংশা ফুটবল একাদশ, শৈলকুপা ফুটবল একাদশ। এ ছাড়া স্বাগতিক হিসেবে এ টুর্নামেন্টে খোকসা উপজেলা ফুটবল একাদশ থাকছে।






