উপজেলা ফুটবল টুনামেন্টের প্রথম খেলায় চুয়াডাঙ্গা জয়ী

0
21

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগার আয়োজিত উপজেলা ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলায় ট্রাইবেকারের ৪-১ গোলের ব্যবধানে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।

শনিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খান প্রমুখ।

চুয়াডাঙ্গা ও বিজিএমই মিরপুর একাদশের মধ্যকার খেলাটি নির্দ্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে চুয়াডাঙ্গা একাদশের খেলোয়ারেরা ৪ টি সর্ট করে সবকটি গোল করতে স্বক্ষম হন। পক্ষান্তরে বিজিএমই মিরপুর ৩টি ট্রাইবেকার সর্ট করে ১টি গোল করে।