ঝিনাইদহে ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে আইনজীবিদের মানববন্ধন

0
156
Jhenaidah-Dro-1-p-3
আইনজীবিদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচী শুরু হয়। আইনজীবি নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবিরা অংশ নেন এ মানবন্ধনের কর্মসূচীতে।

আরও পড়ুন দুই মেয়েকে হত্যার পরে বাবার বিষপান

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জিপি এ্যাডঃ সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবি বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন।

বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরু করার দাবি জানান।